_ বাধি বাসা যতই  ডালে
পাইনা  খুঁজে  ঝড় ফুরালে,
চলছে জনম _গোলেমালে
শোকে শোকে পরান জ্বলে।


_জ্বলতে জ্বলতে কর্ম সারা
ভাঙ্গা কপাল  লয়না জোড়া
মাঝে  মধ্যে  তালি  জোড়া
_ ভবের  নেশা হয়না ছাড়া।


ভবো বাজার  তাইরে-নারে
ভাঙ্গে  আশা__বারং বারে,
শত  আশায়  ভবো  নেশায়
ঈমান আমল  _নিল কেড়ে।


এই ভবের  ঐ অধিক আশা
_ শয়তান মনে বাঁধল বাসা,
জ্বলে পুড়ে __অন্তর কয়লা
যায়না__ধুলে মনের ময়লা।


_ ঈমান আমল ছেড়ে ঝড়ে
পাড়ের তরী বইছে __দূরে
ছাড়তে হবে __ভবো বাড়ি
জেব_ঝুলা সব  নাড়ি-চাড়ি।


সব __হিসাব-ই তড়ি-ঘড়ি
পাইনা খুঁজে পাড়ের _কড়ি,
মাঝি-মাল্লায়  তুলছে  সাড়া
_মিলছে নাতো তরীর ভাড়া।


বেলা শেষে___করুন দশা
হয় তো আর___কড়ি চষা,
দয়াল তব___দয়ার শানে
_পাড়ের কড়ি মিলাও পানে।


দুঃখ ছাড়া___পাইনি কিছু
অকূল__হয়ে তোমার পিছু,
রহমান ঐ  নাম যে তোমার
সেই ভরসাই ঐ _পারাপার।
         ******