(গীতি কবিতা)
আল্লাহু    আল্লাহু    আল্লাহু     আল্লাহু
আল্লাহু    আল্লাহু    আল্লাহু     আল্লাহু,
আল্লাহু    আল্লাহু    আল্লাহু     আল্লাহু।


এ  জমিন   ছিলনা,  ছি ল না  আসমা
চাঁ দ  সুরুজ   ছিলনা,  ছিলনা   তাঁরা,
তু মি  তো  ছিলে, ছিলে  এক সত্তা-ঐ।


এ  জাহান  ছিলনা,  ছিলনা  কুছ এহা
পাহাড়-পর্বত ছিলনা, ছিলনা তরুলতা,
তু মি  তো  ছিলে,  ছিলে এক সত্তা-ঐ।


ছি ল না  ঝর্ণা   ধা রা   নদী  ছিল  না
ছিলনা  হ্র দ   সাগর  ছিলনা  দ রি য়া,
তু মি  তো  ছিলে, ছিলে এক সত্তা--ঐ।


জীন ইনসান ছিলনা, ছিলনা ফেরেশতা
ছিল  না  কোথা-ও  যখন  কোন  সত্তা,
তু মি  তো  ছিলে,  ছিলে  এক সত্তা-ঐ।


হে   সৃষ্টি   জ গ তে র  ম হা ন   সত্তা
কভু-ও  অ বি না শী   ম হা ন   আত্মা,
তু মি  তো আছো  রবে  মহান সত্তা-ঐ।


আল্লাহু    আল্লাহু     আল্লাহু    আল্লাহু
আল্লাহু    আল্লাহু     আল্লাহু    আল্লাহু,
আল্লাহু    আল্লাহু     আল্লাহু    আল্লাহু।  
                ******