বাবাই   সবার   হা তি য়া র
যো গা য়  মনে   প্রাণে  ধার,
গড়তে  জী ব ন   দ র কা র
ও-ই   বীরত্ব   ম হা ন  ভার।


থা ক তে  বাবা   ভব  প ড়ে
মি লা ও  প্রাণ তার-ই  তরে,
ভালো  মন্দের  বিচার  করে
বাবা তোমায়  তু ল বে  গড়ে।


শাসন  বা র ণ  যাহাই  করে
সবই  যেনো  ভালোর  তরে,
মা ন তে   হবে   কষ্ট   করে
বুঝবে  নি জে  জ্ঞানের  পরে।


কৈ শো রে   লাগেনা   ভালো
শাসন   বা র ণ   ঐ   অন্তরে,
যৌবনে  না  মা ন লে  যেনো
জীবন  হবে  তবে  ন ড় ব ড়ে।


মানব   জ ন ম  ঐ  শয়তানে
টানবে  শু ধু ই  চিতার  পানে,
আদেশ  বাবার  করলে  মান্য
ধ্যা নে    জ্ঞানে   হ বে   ধন্য।


খোদা-ই সত্য  স বা ই  যেন
বাবার আ দে শ সবাই মেনো
ভালো  পথের  পাইতে  দিশা
এই  জ ন মে  বাবা-ই  ভিসা।
          ******