ভাবছো কি মন ওরে অবোধ
           এই দুনিয়ার পরে।।

খোদার কাছে পড়বে ধরা
      শেষ বিচারের তরে?? 


এই ভবেতে যতোই চলুক
          অন্যায় অবিচার।।

শেষ সেদিনে হবেই হবে
          সবার সু-বিচার।।

  বিচার সেদিন করবে যেন
            নিজে পরওয়ার!! 

শয়তানি ধোকাতে পরে
         শত অবহেলায়।।

বইছে বেলা উঠছো মেতে
      শয়তানি ঐ খেলায়?? 

মিজান যে হয় অতি সূক্ষ
       বিচারেরই বেলায়।।

কিঞ্চিত যদি হেলে পড়ে
  তোমার পাপের ভেলায়।।

পার পাবে না থাকনা যতই
            ধনের বাহাদুরি।।

নিবে না সে ধনের পাহাড়
          চলবেনা চাতুরী।।

সেই ভাবনায় খেয়াল নাড়
   আল্লাহর ঠাই মনে করো।।
           ******