ভবের  তরী  বেজায় ভারি
মিলছে-না ঐ খেয়ার পাড়ি,
ধরে না দার  কেউ আমারি
পারছিনা হা ল  দিতে ছাড়ি।


বাইলাম  কত পরের  তরী
সেই খেয়াতেই সবার পাড়ি,
আমার ত রী  বেজায় ভারী
ভিষম ফে রে রইলাম পড়ি।


মাঝ নদীর ঐ তুফান দেখে
মা ঝি  আমি  একলা  ডরি,
চলছে  জীবন  ভেসে  তড়ে
নাই  তো  মায়া  ভব  পুরে।


শত  মায়ার  বাঁধন  ছি ড়ে
সবাই এ খ ন আপন নীড়ে,
ভবো  নিশায়  দিশে  হাড়া
আপনারে  চি ন তে  না'রে।


পারা-পাড়ের__তরা-তরি
ছিড়লো শিকল সুতায় ধরি,
গুণের  টানে  দিতে   পাড়ি
দয়া   ক-রো   হে  কান্ডারী।
          ******