পুরনো_পুরনো পুরনো' শুনে
_____  মাথায় পড়ে বাজ,
পুরনো সবি_ আসিবে কাজে
____পুরনোতে কেন লাজ।


পুরনো__দিন গুলি ফিরাতে
____ পারবে না তো আর,
পুরনো ব লে বয়োজ্যেষ্ঠদের
___ দিও  নাকো  ধিক্কার।


পুরনো_ চাউলে ভাত বাড়ে
____ সকলে-ই তা জানে,
পুরনো চাউল তাইতো সবাই
____ খুঁজে খুঁজে-ই কিনে।


পুরনো শিক্ষাতেই আজ হাতে
___ তুলেছো যে ঐ কলম,
পুরনো ঘায়েই কত শত বার
_____লাগাতে হয় মলম।


পুরনো শৈশবের স্কুলের সেই
_______সব বন্ধু জানা,
পুরনো_ বলে তাদের কভুও
_____ করো কি ভৎসনা?


পুরনো  হলে বুঝিবে নিজেই
____  নিজের সেই স্বাদ,
পুরনোকে না মানিলে রবেনা
______ কূল মান জাত।


পুরনো সেই দিনের__ কথা
______ গাও যে'ঐ গান,
পুরনো__ সে'ও  যেন ঐ'সে
_____রবি ঠাকুরের দান।


পুরনো__স্যারের হাতে ছিল
_______ যে শক্ত ডান্ডা,
পুরনো মার খেলে__ত'বেই
____ আবারো হবে ঠান্ডা।


পুরনো বলে মা-বাবা রেখোনা
___ বৃদ্ধাশ্রম ___ঐ জেলে,
পুরনো হলে  তেমনই  খেলবে
_____  যেন নিজের ছেলে।
            ******