মহান রব্বুল আলামীন  ক রু ণা ম য়
তা হা রি   ইশারাতে-ই  করোনা  হয়,
বু ঝি না    আ ম রা   পাপী     তাপী
কর্ম  ফলই  মো দে র  বুঝিতে  বাকি।


যত  রোগ বালাই  মুসিবত  মহামারী
ঐ'যে  প্র ভু   সেই  তব  ক রে  জারী,
দু-হাতের  কামাইয়েই  ভব  আবাসন
কর্ম  ফ লে ই   যেন  ক র ছে  শাসন।


করি  কত   শত   শত   রা হা জা নি
মা রা মা রি   গুম    আর  খুনো-খুনি,
দুর্নীতি আর ঘুষের  সদা-ই  হুড়োহুড়ি
জেনা  বে-বিচারে  ডুবু-ডুবু  ভবোপুরি।


গোপনে  গোপনে নির্জনে যে কত শত
বি ষা দ    বি ষে র    গ ড়ে ছি   খনি,
কৃতকর্মের খোদাই  ঐ কঠিন হুঁশিয়ারি
ক রো না  নামের  এই  মহা-মহামারী।


মহা  দুর্যোগ  প্রলয় ও য ত  মহামারী
এসবি  খোদাই  ক্রোধের  বিষের বড়ি,
মানুষ নামের___জ্যান্ত--জন্তু  মোরা
যেন আবারো  ভবে  মানুষ  হতে পারি।


সৃষ্টির প্রতি যেন  স্রোষ্টার  অঘাত মায়া
চলিবেনা  বিশ্ব-ভুবন  বিনে  তার ছায়া,
ছাড়িতে  পারেনা  প্র ভু  সৃ ষ্টি র  মায়া
তাইতো  ছেড়েছে  ঐ  র হ মা নী দয়া।


স র্ব দা ই সদা-চরণে  মোরা যদি চড়ি
তবেই প্রভু  মোদের  দিবেন ক্ষমা করি,
মহা-লয়ের   অধি-পতি   মহান রাব্বুল
নিজ  গুনে  ক্ষমে  যেন মোদের-ই ভুল।


মহা-বিশ্ব লন্ডভন্ড আজি যে বেদনা-তুর
রইবেনা ভবপুরে আহজারীর এই ভোর,
আল্লাহ মহান  ইয়া রাহিম  ইয়া রহমান
ওগো প্রভু  দাও তব  মহিমায়  তোমার
_____________রহমানি ত্রাণ।
                  ******