শেষ রজনীর___ওই প্রভাতে
মোয়াজ্জিনের__ আজান শুনে
দেইনি___সাড়া তাহার সনে।


বেধম  নিশায়  ঘুমের  ঘোরে
ফরজ  আমার  হয়নি  আদায়, 
কর্মের সাড়ায়  যোহরা বিদায়।


আসর গেল  হে লা য় ফেলায়
মাগরিবও যায় তেমনি খেলায়,
ছাড়লাম এশা, সংসার জ্বালায়।


বইছে  সময়  অবোধ  বেলায়
বেদিক ব্যস্ত  ভ বে র  খেলায়,
অধম অবোধ  বনলাম হেলায়।


শ য় তা নে র  ঐ  ছলাকলায়
মেতে  ভবের   অধর  খেলায়
ধর্ম-কর্ম ছাড়লাম___হেলায়।


ফুরাচ্ছে  যে  দিন  এ ই  ভবে
পড়বি___নামাজ  তবে কবে
রবের  সাড়া__প ড় লে তবে!


ভব  তরঙ্গে__পাঠাইলেন যে
ডাকতে নারি ওই__খোদারে,
ছাড়বে  কি'সে__পুলসিরাতে?


খোদা তোমার  রঙ্গ__শালায়
চাইছি ক্ষমা শেষ__এ'বেলায়,
মিলাও  পানা  আপন  লিলায়।
           ******



        ‌