ধ্যানে  জ্ঞানে  ই ত র  পণা
ধন্য  হয়-না  জীবন   গু নে,
সর্ব-নাশী    বে জা য়   খুশি
ভাবে নিজে  কেউ  না জানে।


জ্ঞা নী  জনে  চুপ  করে রয়
বাঁচতে‌  স দা   মানে  মানে,
তাতেই  তারা  স বা র তরে
বোকা  ব নে  এই   ভু ব নে।


জ্বালছ  আ গু ন  ঘরে  পরে
সইবে  কত   জ ন ম  ভরে,
ঢেউয়ের তোড়ে লড়াই করে
মনে  রে খো  বাঁচতে  প্রাণে।


জ্বলে  উঠলে ওই পোড়ামন
সেই আগুনেই জ্বালবে পরে,
বদ  স্বভাবটা  পাল্টে  দিবে
যমের  হাতে  পড়লে  পরে।


য ত ই  করো ঐ  চা তু রী
প ড় বে   ধরা  সন্ধি-ক্ষণে,
সাক্ষী যে ওই  সজাগ সদা
ভেবে  দেখো দইব্য জ্ঞানে।


সা ঙ্গ   হবে   হী ন   খেলা
পাবে না পাড়  শেষে বেলা,
হওনা যত ই  রাজার রাজা
ছাড়বে  কি ঐ রবের সাজা?
           ******