সকাল শুরু  বি কা ল  আসে
সূর্যাস্তে  নামে  আঁধার  রা ত্র,
ভালো ভালোয়  দিন ফুরালে
ভালো-ই  ক্ষণিক  খালি পাত্র।


অবজ্ঞা  আর   অ ব হে লা য়
না ড় বে   যে   জ ন    ক ত্ত,
তাহার   মাঝে   খুঁ জে  পাবে
ভা লো য়   ভা লো য়    মন্দ।


বোঝবেনা মন কেউ  কাহারো
খোঁজে  শুধুই ভবের ধান্য ধন,
সাধ্যে-ই  স্বাদ মি টে ছে যার
ভালো বটে-ই তবে সেই জন।


অসাধ্য     সা ধ নে    চোটে
কু-মন্ত্রণায়     ফ ন্দি    এঁটে,
ধন-দৌলত  গ ড় ছো  এপার
হি সা ব  দিতে হবে-ই ওপার।


ধন-দৌলত   কো ন  কিছু-ই
ঐ   ক ব রে  নয়তো  নেবার,
ধনের  বোঝা  হালকা  যাহার
হিসাব  সহজ  হবে  যে  তার।


অসৎ  ধনের  গৌ র ব  করে
যাবে   যখন  তুমি  ঐ' পা র,
ঐ'  পা রে  এক  খেয়া আছে
বইবে না  ভার  অ স ৎ পাছে।


ভায়  ভাবনা নাই  যে  তাহার
জুটলে  খুশি   নিত্য  আ হা র,
সহসা-ই  সে   হবে  যে  পাড়
হাসবে  তরী  বইতে সে  ভার।
              ******