কৃষক ছেলে কৃষি-ই পেশা
   অল্প'ই জানা শোনা,
কলম ধরতেই দেখি আমি
   বাক্য  শূন্য  বন্যা।


ইচ্ছে  ছিল  বিদ্যা-সাগর
    পাড়ি দেব আমি,
অর্থে খাটো বলে-ই টানছি
  কর্ম নামের ঘানী।


পাটশালার বারান্দা হতেই
      ফিরে আসা সার,
হলো না যে ঐ  সৌ-ভাগ্য
    ভেতর তাক দেখার।


খোদার  দানে  হাতে  খড়ী
  অল্প স্বল্প লেখা পড়ি,
নামের চাকরি, চাকর আমি
  কর্মে জনম নিল কাড়ি।


চারি-দিকে-ই  তরা-তরি
  শত কর্মের ছড়া-ছরি,
পড়া-লেখার সময়  অভাব
  প্রতিপক্ষের নির্দয় স্বভাব।


তাদের ভয়েই সদাই আমার
    কাপে দুরু-দুরু বক্ষ,
তারি মাঝে-ই লিখব কিছু
   এই-তো আমার লক্ষ্য।
          ******