মানুষ, মানুষ এত মানুষের ভিড়ে
শত  মানুষে-ও  খুঁ জি য়া পাইনা,
ঐ অ-জানা অচিন পুড়ির অ-চেনা
আমার  সে ই  মনের মানুষ টিরে।


খুঁজিয়া  বে ড়া ই  কত  শত নীড়ে
তবুও  মিলেনা  সে ই  যে  মানুষ,
ভূবনো  জুড়িয়া  ফিরিয়া  ফিরিয়া
লক্ষ-কোটি  এত  মানুষের  ভিড়ে।


খুঁজিয়া বেড়াই তার-ই ছায়া়-কায়া
না আসলে তা  নয়  সে এক মায়া,
খুঁজিয়া বেড়াই কেন কে ঐ দক্ষিণা
চোখ থাকিতেও অন্ধ তাই দেখি না।


আ স লে   সে-তো   মা নু ষ  নয়
সে  হয়  ঐ  মানুষের-ই   মনুষ্যত্ব,
দিনে  দিনে   আ সি য়া   অ-দিনে
যাহার  জন্য  আ মি   হয়েছি  মত্ত।


তবুও খুজি ভাই,  তীরে তীরে যাই
সকল  তীরেই  মোর  তরী  ডুবাই,
এইতো  দুনিয়া, ভব  তড়  মানিয়া
দিনে দিনে দিন ফুরাল এলেম বিনা।


শত কষ্ট যন্ত্রণাময়, ব্যথা  বেদনায়
দুখে দুখে আসিছে, জীবন  ঘনিয়া,
যখনি  ডা কি বে  প্রভু  পর-পারে
সাড়া যে  দিতে-ই  হবে  ডাকিলে
                           __মোরে।
               ******