পরাজিত সৈনিক জীবন যুদ্ধে
হতাশাই__সঙ্গী প্রতি মুহূর্তে
মিলল_না সুখ সংসার কুলে
শত ছলনার ভবো __জালে।


কাটে যখন তেলে __ঝোলে
সুখ  __আলাপন করে ছলে,
মন আনন্দে শখের _ভোজন
বুঝে____সবাই চিত্ত রঞ্জন।


হতাশায় হয় ওই __তামাশা
হাস্য__ছলেই দেখে হামেশা,
বিনা স্বার্থে  র য় না__স্বজন
পর হইয়া যায়  যত _আপন।


অ র্থে র  স্বার্থে জয় জয় গান
ফুরালে অর্থ_সবার পিছু টান,
স্বার্থেই __নষ্ট অতি প্রিয়জন
স ই তে  নারি  ভবে পুড়ামন।


পূরেনা কা হা র ও মন রসনা
সঙ্গী __সাথী__পর আপনা,
আপনও গোপনে তুলছে ফণা
রব __রব্বানার সবই  জানা।


ঢাকছে _সত্য _মিথ্যা জালে
করে___তামশা  ঠাট্টা কলে,
উল্টো স্রোতে চলছে__বলে
স ই ছি __জ্বালা পলে পলে,
___পারবে কি'তা পরকালে?
            ******