ছোট্ট_এক  জোনাকি যদিও একাকি
আলোয়  ভড়াতে পারে না চারিদিক,
তবুও সে ছড়ায়  ক্ষীণ সে'ই  আলো
যদিও__কাহারো নাহি লাগে ভালো।


যত টুকু আছে তার_তাই দিয়ে যায়
অল্পতে যদিও কেহ_খুশি নাহি হায়
সুখী কেহ হয় হোক__না হয় দুঃখী
যত-টকু আছে তার দিয়-ই সে খুশি।


চাহে সুখ  যত জনে  মনেতে  আশ
পাশা-পাশি  থাকিয়াও অরণ্যে বাস,
জোনাকি ছোট্ট তাই ক্ষীণ সে আলো
___ কাটেনা আধার অল্পে কারো।


কাটিলে___কাটিবে না কাটিলে না
বদলাতে _পারবে না কর্ম  বিনে তা,
সেইতো বোঝে ভালো আলোর সার
তাইতে ক্ষীণ আলো করেনা পরিহার।


এমনই_জ্বলিবে  ন্যায় নীতির বাতি
দেখিলেই ঘোড় ঐ __আধার রাতি,
সদা ঐ ক্ষীণ আলো-ই সাধিবে তার
ঘুচিয়াও  ঘুচিবেনা যদিও কাহারোও
                        মনের_আঁধার।
               ******