হাজারও  কবিতা  লিখে  শত কবিরা
জনগণ  বাহুবল  নাহি  হলে সোচ্চার, 
রবেনা  বীরত্ব  বাংলা বাঘের হুংকার
তবে কি বল __সমাজ হবে সংস্কার?


বাহুবল য ত যেন সবি  খোদার দান
রাজনীতির কবলে তব কেন বলিদান,
খুলিতে  "মুখোশ" প্রাণে  দা ও  ধার
রেখো মনে ঐ_বঙ্গবন্ধুর  বীরত্ব ভাড়।


পেয়েছে স্বাধীনতা  হটিয়ে শত্রুর দল
স্বাধীনতা পেয়েও  পায়নি আপনা বল,
ছাড়েনি  তাকেও  অকাতরে দিল প্রাণ
লুটেপুটে খাচ্ছে সব  লুটেরা  বেইমান।


জ্বালিয়ে অনলে__ ঐ‌ ভয়-ভীতি বাণ
হাতে অস্ত্র হয়ে সশস্ত্র  হানিছে যে প্রাণ
একাত্তরের মতো_গর্জে  ওঠো আবার
সময়  এ সে ছে  এক্ষুনি  যুদ্ধে ‌ যাবার।


অকাতরে ধুকে ধুকে  যাচ্ছে কত  প্রাণ
হে বাঙালি বীর তুলিয়া দেখনা ঐ শিড়,
ও হে বলিয়ান সবে হও  হও আগুয়ান
করিতেছি হবে ত্রাণ__স্বাধীনতার মান।


ভয় কিরে বাণ__জাগাব অগ্নি তুফান
আবার ফিরাব আয়_ঐ স্বাধীনের মান,
যে হাতে পড়িবে  লুটেরার শিড়ে বাজ
তুলিয়া দে__ঐ শিড়েই বাংলার তাজ।
                 ******