দাঁড়া-ই যখন জায়-নামাজে
মন চলে যা য়  ভবো কাজে,
ধ্যান  ধা র ণা  আজে বাজে
রহেনা মন  না মা জ  মাঝে।


লক্ষ্য  ছি ল  ওই  না মা জে  
রাখবো এ মন খোদার রাজে,
শয়তান দিচ্ছে  প্রা ণে দোলা
ওই ইশারায় খোদায়  ভোলা।


রয়না নিরিক ও-ই  সে পানে
মন ভা সে ঐ' শয়তানি বানে, 
হে রহমান  ম হা ন  মহিয়ান
অধমের মন  লা গা ও কাজে।


ফেতনা ফ্যাসাদ শয়তানি ধন
হেফাজতে  রেখো  মোর মন
ওর  ইশারায় নামাজ  আমার
হয়  না  যেন__কভুও বাজে।


আল্লাহ্  ম হা ন  হে  রহমান
রেখো তোমার নামেরই মান,
তোমার  কৃপায়  করিও  দান
শয়তানের চেয়েও বড় ইমাম।


ওই  সুধার-ই   অধিক  ক্ষুধা
দাও  গো  খোদা পরান  ভরে
শয়তানের  ঐ  কার-সাজিতে
ঈমান  যেন____নাহি নড়ে।
            ******