বিষাদে ঝরঝর থর-থর দেহ-মন ঝন ঝন
এ ভবো ডঙ্কায় বারে বারে ডুবু ডুবু শঙ্কায়।

নড়েচড়ে মনে পড়ে দাম্ভিক ঐ  রোষানল
অকারণ,  অকারণ,  অকারণ   অ বি চ ল।
  
নিদারুণ নিষ্ঠুর  নিষ্ফল  নির্দয়  নির্বিকার
নিশাচোরে হাহাকার করে মোর তরী ভার।
  
আ্গলে বা্গলে রহিয়াছিলম  যে  যুগলে
তেজিয়া রহিয়াছে আজি  সেই  পা গ লে।
  
এ নহে সহিবার নির্দয় নি র্বি চা র নিষ্ফল
বহি ঐ বোঝা ভার মহা-মহীতে হীন চিত্তে।


হেন পরিসরে দমকি  দমকি উঠিছে বাদ্যে
হেন ব ঞ্চ না  তব করিতেছে বিহ্বলে নৃত্যে!


নিষ্পাপে অভিশাপ ক রে মোরে অ-কারণ
বিশ্ব বিধাত্রী কোথা'হে তুমা সন্তির সমীরণ?
                 ******