__স্বার্থের তড়ে ব্যর্থ জনম
পর হয়ে  যায়  শত  আপন
বন্ধু   সখা   ড জ ন  ডজন
স্বার্থে  লোভে  বনছে কুজন।


এইতো মেলা  খেলার ছলে
ঝাঁপিয়ে পড়ছে  শত  দলে,
__কলকৌশলে চলে বলে
মেতে সবাই ঘৃণ্য__ বলে।


নীতি  বা ক্যে র  পুথি কথা
সুযোগ পেলেই দিচ্ছে ব্যথা,
_ বাড়ছে সাদাই রাতারাতি
জাতের নামে ___বজ্জাতি।


যথায় তথায় __পাতিনেতা
__ না থাকিলেও যোগ্যতা,
ছাড়ছেনা  কেউ আদিখ্যেতা
হচ্ছে না লাজ  মারলে জুতা।


ঝায়-ঝামেলায়  অতি প্রীতি
পুত্রে  গিলছে পিতার খ্যাতি,
হিংসা__বিদ্যায়   অসঙ্গতি
এমন  ছলে-ই__নষ্ট জাতি।
          ******