বিধি  তোমার  অপার  লীলা
বুঝতে  নারি  শেষের  খেলা,
আসাা-যাওয়ার  ঐ'সে পালা
বিধি-নিষেধ  ওই  এ কে লা।


দাদা  বাবা  ছে লে র  পালা
ভাংলে যে  তা  ফি রে  চলা,
বৃদ্ধ   রে খে    শিশু   নি লা
এই-তো বিধির বিধান লীলা।


বিন্দু   সম্   ক্ষ ম তা   নাই
বোঝেতে কেহ'ই ঐ'সে সলা,
সিন্ধু   সম্  আ শা র   ভেলা
ভবো  কুলের  নি ঠু র  খেলা।


হিসেব  তোমার  ভালো-মন্দ
ত বু    ভ বে     শ ত    দ্বন্দ্ব,
নি জে  নিজে  হি সে ব  কষা
পরের  জোতে   য ত   আশা।


মানে  না  মন  কোন-ই মানা
হিসেব খোদার  সব-ই  জানা,
এ ই  যে  ভবের  ত ড়ি ঘ ড়ি
হানবে একদিন যমের  বে ড়ি।


তবু   নেশায়  ছা ড় তে  নারি
শত  আশার  নাই  তো  জুরি,
গড়ছি  যত্নে   নি পু ন   বাসা
পূরবেনা না মন, ভবের আশা।


ভব ত র ঙ্গে র  এই যে পাশা
হ বে   না   ঠাঁই   চির   দশা,
এই ভ বে র ঐ  রঙ্গিন  স্বপন
নেশায়  পেশায়  করছো বপন।


ভালো-মন্দয়  ক র ছো ফেরি
ঘনছে  সময়  ন য় কো  দেরি,
ফুরাচ্ছে দিন  নেশায়  পেসায়
শে ষ  ঠিকানা  মাটির  বাসায়।
           ******