সহস্র  রহমত  বরকত দয়া ও ক্ষমা
এই যেন হয় খোদা পরিধিও  জামা,
তুমি-ই তো মহান রাব্বুল আলামিন
শুধিতে পারিবোনা  কভুও সে'ই ঋণ।


তোমার-ই রহমতের ঐ  ছায়া তলে
চলি যেন সবে মোরা  ঈমানী  বলে,
মন  যেন নাহি নড়ে  শয়তানি ছলে
আ ম লে র  দরজা খোল তব বলে।


হিংসা‌  বিদ্বেষ   যে ন  সবে  ভু লে
মোদের দিন যেন সরল পথে  চলে,
এইতো চাই খোদা, করো তব দান
সৃষ্টির সেরা মোরা রাখিতে সে মান।


ঈমানি জোর যেন হয়  বেশি  বেশি
যাহাতে তুমি  খোদা  থাকিবে  খুশি,
নবী যেন মোর প্রিয় হয় গো  খোদা
রহমতে মিটিও  ম নে র  স্বাদ সুধা।


ঈমান  আমল  দিয়ে  করো রহমত
তোমার বিধানে যেন  রহে  সহমত,
ঈমানি  বলে  যেন, সৎ  পথে  চলি
এ জনম  যায়  যেন, ও'ই  পথ দলি।
              ******