অতি ভক্তি  চোরের  লক্ষণ
বুঝে  শুধু-ই  নিজ   ভক্ষণ,
লোক দেখানো অতি আপন
মনে  মনে  ছ ল না র  ধন।


সব  কিছুতে-ই   অতিরিক্ত
আপনা  আপনি  করে ব্যক্ত,  
ছল্    ছা তু রি র   ষড়যন্ত্র
নষ্ট  করছে   স মা জ  তন্ত্র।


ভোগে ভাবে  আসল সোনা
ত্যাগে   তাঁরা-ই   আনমনা,
স্মরণ  রে খো   অবধ  মনা
হবে-ই  হিসাব  ষোল আনা।


সাথী  যেন  কেউ  রবে  না
যমে  যে  দিন তুলবে ফণা,
করবে হিসাব  আনায় আনা
পাপ  পূণ্যের  দেনা পাওনা।


গায়ের জোরে ঐ  অ-বিচার
অসৎ  ধনের  গড়ছ  পাহাড়
নাই কিরে ঐ  পারের আশা
পোড়ামনে   পাসনে   দিশা?


ভবের  মায়া  সব-ই   মিছে
ঘুরছে শয়তান  পিছে  পিছে,
আসবে যখন  নিজের পতন
স্বজন  সখা  কোথায়  তখন?
         ‌‌  ******