গীতি কবিতা
ইয়া্  রাহিমু   ইয়া্  রাহিমু
ইয়া্ রহমান   ইয়া্ রহমান,
ঐ  নামের-ই  মহিমা  যত
করছো  মোদের তব  দান।


রিজিক নামের  শস্য-দানা
সবার  তরে  করলে  খানা,
হায়াত  নামের   মহা-রতি
করলে  ভ বে  চলার  গতি।


কাফের মুশরিক জেনেশুনে
তবুও  তো মা য়  মানে না,
তাও তো তোমার  এ্অবধি
জাররা সম্ গোস্সা  হয় না।


এই  অধমের  ক্ষুদ্র  জ্ঞানে
আদেশ  তব   হয়না  মানা,
দানছো রিজক তবু মোদের
আল্  রাজ্জাকুর    মহীয়ানা।


এই ভবেতে  অধম  মোরা
পাই তবু ঐ  কুদরতি দানা,
তোমার  প্রতি  যেন  খোদা
হর্ হামেশাই চাইগো পানা।


তোমার দেয়া ভবো  রাজে
করছি   কত   আনা-গোনা,
মিলাও  ক্ষমা  ত ব  দয়ায়
ইয়া্ আজিজু   ইয়া্ রাব্বানা।
          ******