সাগর  না  ডা কে   যদি
চলে  কি  ন দী  নিরবধি?
আঁকে  বাঁকে  চলে  যথা
মানতে নারে  কোন বাধা।


ফু লে র  বু কে  মৌমাছি
কেন   ক রে   নাচা-নাচি,
না নেয়  যদি  ম ধু  যথা
বুকে তাহার  শুকায় তথা।


ভ্রমরের    ঐ   কলতানে
ফুলে ফলের  প্রা ণ আনে,
প্রাণের তরে  বলতে কথা
কে  কা রে   শুধায়   তথা!


না  বাঁচিলে  ভ্রমর   প্রাণে
কেবা  বৃক্ষের  প্রাণ  টানে,
নইলে কি  ঐ  বৃক্ষ  রাজী
খোদার সাথে  ধরত বাজি।


স্রষ্টার  সৃষ্টির   এ ত  সুধা
যার   প্রতি    যা র   ক্ষুধা,
কৃত্তি কর্মার  এইতো খেলা
তাহার  সাথেই  প্রাণ মিলা।


ইচ্ছে  হলেই  ইশারাতে-ই
খোদায়  ভব  জনম  দানে,
ভা বে আন   ভাবে  জানো
নইলে  জীবন  ব্যর্থ  বানে।
          ******