গীতি কবিতঃ-
আ মা র  ও  বেদনায়  কাঁ দে
কাঁদে কাঁদে কাঁদে ‌জল্  লহরি,
আমারও   আমারও   বেদনায়।


কাঁদে না, না কাঁদে মোর প্রিয়া
না  না   না  কাঁদে না সে গরি,
না কাঁদে না, কাঁদে না সে গরি।


ওরুপ  অন্তরে  রাখিয়াছি ভরি
জানিয়াও  জানেনা না জানেনা,
না জানেনা, জানেনা  সে  গরি।


বেদনা প্রান্তরে  রহিয়াছি পড়ি
জানিয়াও জানেনা না জানেনা,
না  না  না   জানেনা  সে গরি।


ওরূপ  অঞ্জনে যেন  মরি মরি
জানিয়া  জানেনা  না  জানেনা,
না  না  না  জানেনা  ‌সে  গরি।


বহে  সে   ছল-ছল   কলতান
কলতান   ক ল তা ন  তুলিয়া,
বহে  সে  বহে   সে   ছল্-ছল্।


জানি    সে'ও    এ ক    দিন
যা বে        যে       ভু লি য়া,
জানি     সে'ও   এক     দিন।


ব হি বে না    য খ ন    আ র
ঐ        তান         তু লি য়া,
আর     ঐ    তান   তু লি য়া।


আমিও রবোনা যাব যে চলিয়া
রবো না রবো না  না রবো  না,
যাব   যে   যাব   যে  চ লি য়া।
           ******