ক্ষণিকের এই  ভবো পড়ে
হিসাব শুধু-ই নিজের দ্বরে,
কষা  ক ষি র  বাড়া বাড়ে
মিলছেনা তা নেশার ঘোরে।


ফিরলিরে  তুই  শত  দ্বারে
ঘৃণা  ভ রে  ঠেলছে   দুরে,
কত  হোঁ চ ট  ভবের তড়ে
নেশা  তবু  ছা ড় তে  নারে।


শয়তানে ঐ_ নাড়ছে  কড়া
ভ বে র  রঙে  দি শে  হারা,
আ প না  পরে  নিত্য  খড়া
শুধু  শুধু-ই  বি ভে দ  গড়া।


স্বজন সখা  চি ন তে  নারে
চি ত্ত  সুখ  ঐ  নিত্য  পরে,
অবধ  ক্রোধে  রইলি  চড়ে
মিলবে  হি সা ব  পরপারে?


ভবের_ভাবে আপন মানুষ
মিছে ক্রোধে  রঙিন ফানুস
অতি  আশে  রইলি  বেহুস
চিনলিনা কে_আপন মানুষ।
     ‌    ******