কবি গুরুর  সো না র  বাংলা
কাজী নজরুলের স্বপ্নের দেশ,
বঙ্গবন্ধুর ____অগ্নি  ভাষণ
স্বাধীনতার__গড়ে_ আবেশ।


ব ল লে ন  তিনি  দলে ব লে
শত্রু   মুক্ত   ক র তে   দেশ,
সেই  সাহসে-ই  তৈরি  হলো
মুক্তি  যো দ্ধা র  দলটি  বেশ।


মজলুম  নে তা  ভাসানী  তো
বু দ্ধি জী বী    আ রো    কত,
সোহ্‌রাওয়ার্দী__ শেরেবাংলা
তাজউদ্দিনের   ম ত    নে তা
খোদার  দানে  পেয়েছে  দেশ।


যুদ্ধ_ মন্ত্রের   সলা   ক লা য়
ভাসানী, তাজউদ্দিন, কামরুল
শেরে-বাংলা__সোহ্‌রাওয়ার্দী
এক যোগে___ এগিয়ে  যায়।


নয়টি  মাসের  ঐ  আত্মত্যাগ
মুক্তি  যোদ্ধাই   করেছে  বেশ
ভাইয়ের  রক্তের  বি নি ম য়ে
ছিনিয়ে  আনা  মা য়ে র  দেশ।


একাত্তরের   ছা বি ব শে  মার্চ
কাল__রাত্রির   কাটল   রেষ,
ত্রিশ   লক্ষ   প্রা ণে র    দানে
বাঙালি  পেলেন  স্বাধীন  দেশ।


স্বাধীন  দেশে  চ ল ছে  এখন
চলন__বলন___অতি রেষ,
মিলছে  নাতো  এ ই  সমাজে  
স্বাধীন সত্তার সে'ই__আবেশ।
           ******