রাজ্  প্রাসাদের  অ-গোচরে
মেতে আছো__ বে-বিচারে,
থাকে আড়াল  ভেজা বিড়াল
বাঘে নারে সর্ব___খেয়াল।


রয়না  জ্যান্ত__ আদি-অন্ত
তবু  রয়  সে  মরেও  জ্যান্ত,
চলছে  লড়াই_ চলবে ওরে
চলবেই  যুদ্ধ  সত্যের  পড়ে।


নীতি  বাক্যের__মিষ্ট্য কথা
শোনাও শুনছি যথা__ তথা,
যত-ই করো___উচ্চ বাচ্য
ছারতে নারি___রাজ্য মঞ্চ।


নীতি বাক্যের__আদ্য প্রথা
কর্ম__ফলেই  মিলবে যথা,
যতই  চালাও  আপন প্রয়াস
মহা সাক্ষী  ও'ই__ইতিহাস।


আম  জনতা  সর্ব  কালে-ই
হয়েছে  ঐ  রাজের-ই  গ্রাস,
তবু___তারা হয়নি বিনাশ
স্বাধীন_সত্ত্বার রবেই বিকাশ।
           ******