মা নি তো হার যত বোঝা ভার দেখেছি যার
নিয়েছি‌ তুলি  সম্- বেদনায় আপনার  কাঁধে,
বাড়িয়েছি ত্রা ণে র হাত সুখে ভাঙিয়াছে বাঁধ
__ হইয়া বলিয়ান তারাই ভাঙ্গে মোর কাঁধ।


সুখে-দুখে তা ভুলিয়া যাই তারা  যে_স্বজন
বিনিময়ে তাই ব্যথায় মোর ঢালে যে বেদন,
আ ত্ম-হা রা হয়ে সুখে ছুড়ে বাণ ফের বুকে
ম র্মা হ ত  হই  য ন্ত্র ণা_____সবই সই
তো য়া ক্কা ল তু আল্লাহ বলে,  ধৈর্যে-ই রই।


এখনো বুকে মোর যে জনায় হানিতেছে বাণ
জানিনা কবে‌ মানুষ হবে সেই সব  বেইমান,
চুষে  চুষে  মোরে  কো রি য়া  খোল  খোসা
চেটে-পুটে খেয়ে  খেয়ে ধরেছে বেদম নেশা,
___চাপ দিয়ে  ভেঙে  ছলে করছে তামশা।


___সবই সহিতে চাই খোদা করনা বিদায়
হে মহান খোদা দেখিতে চাই  ঐ  স্বাদ সুধা,
ঐ'সকল পোড়া মুখী ছাই ঢালে যে _কোথা
অন্তরে এঁটেছি তালা দেখিতে ঐ'সে _জ্বালা,
তোমার কুদরতে দেখাও ঐ __ ধ্বংসলীলা।


হায়াত মউত রিজিক দৌলত তোমারই দান
চাইগো তোমার দয়া  খোদা  রাহিম-রহমান,
সুখ দেখিলে সবে চলে হাতে রা খি য়া হাতে
মানেনা তখন ভেদাভেদ কেহ___কূলজাত,
করুণা কর খোদা তুমি মহান ___মহীয়ান
তোমার রহমানী বলে দানো_____সম্মান।
                    ******