দানলেন যিনি  ভবো  জনম
রেখেছেন  সে  নিজে  মরণ,
তাবুও  তো  হ য় না  স্মরণ
চির-দিন  নয়  ভবের  চড়ন।


ভ বো  জনম   শ ত  ঝঞ্জায়
ল ড় তে  হবে  তব  পাঞ্জায়,
ক্ষেন্ত  ন হে  সেই  সে তড়ে
টানবেই শয়তান ওই ওজরে।


চলতে   হ বে  ধৈর্যের  পড়ে
তবে-ই  খোদায় রহম  করে,
ঐ  র হ মা ন   দানলে  দয়া
ভয় ভাবনা  না য় কো  ঝড়ে।


ধ্যানে  জ্ঞানে  ডাকলে তাঁরে
দি তে   পা রে   জয়ী  করে,
যম   যা ত না   মুছে  যাবে
রাখলে  তারে  অন্তর  জুড়ে।


ঈমান-আমল  রাখলে  ঝড়ে
মিলবে  শান্তি   মাটির  ঘরে,
ভয়   ভা ব না  আর  রবেনা
তবে-ই "সার্থক" ভবে  চড়ে।
         ******