শাসন  নামের শোষণ ভরা
বাংলা  মায়ের  বুকে  খড়া,
নিতির রক্ষক  বনে  ভক্ষক
বনলি ঐ__তিমিরে বোড়া।


জাতির পিতার  ছিল  আশা
সোনাার দেশে নিবিড় বাসা,
ভাঙলি   আশা  পদ   দলে
পাষান  মনের  পশু  তোরা।


ছিল_ আশা  হৃদয়  জোড়া
বাংলার মাটি  করবে  ছাড়া
স্বাধীন  বুকে  মারতে  দুড়া
দৈত্য - দানব  দেশটি ভরা।


বুঝিস শুধু-ই  নিজের পুঁজি
রয়না  খোদা চোখটি  বুজি,
জম_যাতনায়  ধরবে যখন
মিলবে কি পথ তোরে খুঁজি।


পরবি  ধরা  নিজ  জালে-ই
নি-বল হবি আপনা বলে-ই,
জ্বালবে অনল  নিজ  জালে
ছাই  যে  হবিই জ্বলে জ্বলে।
         ******