শ্রমিক হয়ে জন্মে না কেউ
       কর্মে যে হয় পেশা।


কর্মে মর্মে সদা-ই শ্রমিক
     হারায় জীবন দিশা।


স্বজন সবে বোঝতে নারি
    কাজে জীবন ঠাসা।


তারা শুধু-ই  দিন যে গুনে
  মাস শেষে মায়না শুনে।


কর্মে যে হায় কত্ত জ্জ্বালা
জেনেও কেহ নাহি মানে।


মালিক সেতো খুবই সোজা
ভাব খানা যে বইছে বোঝা।


কলের চাকা ঘোরায় শ্রমিক
  দোষ তবুও মায়না খোঁজা।


ভোগ বি লা সে দিবা নিশি
    হয়ে তারা সুখ সরসী।


তাতেও তারা নয়কো খুশি
  নিত্য খুঁজে অধিক পুঁজি।


জামার খাতায় শূন্যে শ্রমিক
   পেটে ভাতে কর্মে সারা।


শ্রমিক বলে-ই কর্ম তড়ে-ই
  ভবো দ্বরে খেটে মরা।।
         ******