চিরচারিত ধারায় বাড়ে জনসংখ্যা
_______কমছে শুধুই মানুষ,
ভেদাভেদ বাড়াতে মানুষে মানুষে
______ মানুষই এখন বেহুশ।


নীতি নৈতিকতার  নাই যে বালাই
_______মানব সমাজ মাঝে,
বাড়িতেছে __ঘৃণা বঙ্জনা সদাই
____ মানুষের অমানুষি কাজে।


শয়তানি _ইশারায় সর্বদাই মানুষ
_______মিলছে বাজে কাজে,
মানুষ হয়ে দিচ্ছে সাড়া _মানুষেই
_____ আজ ঐ শয়তান সাজে!


শয়তান হার মানে এমন  নীতিতে
_______আজ মানুষ মশগুল,
মানুষে  মা নু ষে __নাই বনিবনা
_______নষ্ট আজ মানব কূল।


কুমন্ত্রণায় মেতে মানুষ ___একে
__________অন্যের পানে,
মানুষ নিজেরাই____মানুষকেই
______ আবার শয়তান জানে।


হিংসা-বিদ্যা _ঝগড়া-ঝাঁটি চলছে
_______মানুষে মানুষে অতি,
হর-হামেশা  নিজেই মানুষ করছে,
__________মানুষের ক্ষতি।


মানুষে মানুষে মিলেমিশে নাইতো
_______ সমাজে চলার গতি,
ধ্যানে-জ্ঞানে ইতরপনায় মানুষের
________নষ্ট মানব খ্যাতি।
               ******