তুমি পেলে জল্ ছায়া
      আমি মরু-চারী।


ভাগ্যের তড়ে পরে
     শত দ্বারে ঘুরি।


বিধাতা লিখেছেন তাই
         এমন__চলন।


মানুষ যে হতেই হবে
        এই করো পণ।


কোল ছাড়িয়া শতদলে
        চল বলের তড়ে।


কুপোকাত হইও না কভু
         বলের অগোচরে।


কঠিন শিলার ন্যায়
        করিও চয়ন।


দোয়াতে বাধিও তুমি
          গুরুদের মন।


দয়া করুন প্রভুু মহান
         হেন পরিসরে।


মহান মহিয়ান যেন
        কবুল করেন।


'' এই কবিতা টি আমার কলিজার টুকরা একমাত্র মেয়ে নাজিফা তসনিম দীনা তার উদ্দেশ্যে উৎসর্গ করলাম''