কক্ষ্যপথ থেকে আচম্বিতে গেলে ছিটকে
প্রেক্ষাপট গেল বদলে
সময়ের নিরীখে যে কথাগুলো বলা হয়েছিল
আজ সেগুলো ছিটকে চলে গেছে আঁধারে|


বিধিসম্মত রাস্তায় চলা অভ্যেস বহুদিন ত্যাগ করা হয়েছে,
আজকাল শুধু নীরবতার মাঝে উত্তর খোঁজার খেলা,
কেউ কিছু বলবো না      শুধু প্রশ্ন রবে চোখে
আর উত্তর?    উত্তর বুঝে নিতে হবে   অনুভবে|


ভাবনার প্রাচীর তৈরী করেছিলে তুমি
দূরত্বও বাড়িয়ে দিয়েছিলে তুমি
আমি কোন সময় কিছুতে বাঁধ সাধি নি
কারণ আমি জোর করতে পারি না;


কিন্তু তুমি তো আমায় বুঝতে!
আমার প্রতিটি নীরবতার ভাষা,
প্রতিটি চোখের পাতা পড়ার ভাষা    তুমি বুঝতে সে কথা...
তবে আজ কেন এমন অপরিচিত হলে?
কেন আজ সব ভুলে গেলে
আর আমার কিছুই লক্ষ্য করো না,
আমায় বোঝার চেষ্টা আর তোমার নেই|


তাই শব্দেরা আজ নিয়েছে যেন অনন্ত বিশ্রাম
কথাগুলো সব হারিয়ে যাচ্ছে আঁধারে...