সাগর হালদার (ভবঘুরে কবি)

জন্ম তারিখ ১ ডিসেম্বর
জন্মস্থান দক্ষিণ ২৪ পরগনা, ভারতবর্ষ
বর্তমান নিবাস দক্ষিণ ২৪ পরগনা, ভারতবর্ষ
পেশা ছাত্র
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক

কবি সাগর হালদার ১লা ডিসেম্বর ২০০৩ সালে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর ব্লকের অন্তর্গত জয়কৃষ্ণ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনেই শুরু করেন কবিতা লেখা। ওনার প্রথম কবিতা "আলোর পথিক" যে কবিতাটি তিনি সর্বপ্রথম প্রকাশ করেন ফেসবুকে। তারপর থেকেই সাবলীল ভাষার সমন্বয়ে এগিয়ে চলেছে তার কলম, একের পর কবিতা রচনা করে যাচ্ছেন তিনি। ছন্দ কবিতার হাত ধরে পথ চলা শুরু হলেও উনি গদ্য কবিতা লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং বিরহ কবিতার দিকেই তাঁর অধিক আগ্রহ। ওনার লেখা কয়েকটি শ্রেষ্ঠ কবিতা হলো "হে সুভাষ, ভালো কি আছো তুমি?" , "প্রচ্ছন্ন প্রিয়তমা" , "বিদ্যাং দেহি" , "বাংলা সাহিত্য" , "সূর্যকান্তের অনুশোচনা" , "শুকনো গোলাপ" ইত্যাদি। নানা ধরনের বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় এই তরুণ কবির কলমে, এভাবেই চলতে থাকুক ওনার কলম, ভরে উঠুক কবিতাদের ঔজ্জ্বল্যে।

সাগর হালদার (ভবঘুরে কবি) ৩ বছর ২ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে সাগর হালদার (ভবঘুরে কবি)-এর ১৫টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
১৪/৪
৩/৪
২৯/৩
২৭/৩
২২/৩
২১/৩
১৯/৩
১৬/৩
১৫/৩
২৫/২
১৯/২
১৮/২
১৭/২
১৪/২
১১/২