তুমি আসবে বলে___
চারিদিকে ধুপ-ধুনোর সুবাস
দূরের ঘন্টাধ্বনি শ্রুতিগোচর হচ্ছে
ধর্মক্ষেত্রের প্রাঙ্গন সাজানো-গোছানো
ভক্তবৃন্দের সমাগম পথের ধারে
ফুল দিয়ে বিছানো আগমনী পথ
মর্ত‍্যে সবাই তোমার বিচরণের অপেক্ষায়।
পুজো-আজান-প্রার্থনা হয়ে চলেছে
ফল-মিষ্টির ঢালাও আয়োজন
পথশিশু,হতদরিদ্র সকাল থেকে উপোসী
চঞ্চলচিত্তে করজোড়ে তোমার দর্শনের অপেক্ষায়।
ধর্মশালায় গীতা-কোরান-বাইবেল পাঠ হয়ে চলেছে
শান্তির বার্তা প্রেরিত হচ্ছে সবার অন্তঃস্থলে।
হাসপাতালের জ্বরা-ব‍্যাধিগ্রস্থ লোকগুলোও
জপে চলেছে অনবরত তোমার নাম
সীমান্তে তোমার লড়াকু সন্তানেরা
তুমি আসছো শুনে___
মনে বল পেয়েছে ওরা।
গাছগুলো মাথা নুইয়েছে
কীটগুলো তোমার চরণস্পর্শ পাওয়ার জন‍্যে
ধুলোয় লুটোপুটি...
এত আয়োজন-আরম্ভর,শান্তি
ভক্তবৃন্দের ভালোবাসার মাঝে
শেষ অবধি তুমি এলে কি?