ওই যে পশ্চিমের অত‍্যাচারী
পূর্ব বাংলার আঁকড়ে ধরা,
বাংলা ভাষা নিতে চায় কারি।
উর্দ্ধু ভাষার দেবে না স্থান,
বাংলা ভাষার দিয়েছে বড়ই মান।
কত আন্দোলন, কত বিক্ষোভ
রাষ্ট্রভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার ক্ষোভ।
রাজপথ আজ রক্তে ভাসে,
দেখো আজ চোখের জলে নিমজ্জিত মায়ের চোখ।
কত জন শহীদ হল
আবুল বরকত, শফিউর রহমান
আরও কত জনের প্রাণ গেল।
শুধু বাংলা ভাষার রক্ষে হল
এটাই তাদের শান্তি।
বাংলা মায়ের পাগলা ছেলে
শুধু তোমাকে রক্ষা করবে বলে,
নিজেকে দিল মুক্তি।
আমার মুখে বাংলা ভাষা
হে, শহীদ এ কৃতিত্ব তোমারই
এই কি তবে সেই নির্মম দিন,
      "একুশে ফেব্রুয়ারি"।