সীমান্তের জোনাকি


সীমান্তে তুমি গুলিতে ঝাঁঝরা
ভালোই আছি বেশ আমরা।
রাত-দিন ঘুম নেই তোমাদের
আমার আলসেমিতেই বিছানায় কাটছে আদরে।
তোমরা লড়ে চলেছো অনবরত
আমি খবরে দেখছি, অনুতাপ প্রকাশ করছি
ছিঃ এ খবর বড় মন্দ।
তোমাদের কফিনে বন্দী দেহ দেখে
শোক প্রকাশ করে যাচ্ছি শুতে।
তোমরা তবু স্তব্ধ নয়
রক্ষা করে চলেছো ভারতমায়ের।
তোমরা সীমান্তের প্রাচীর
আমি বরঞ্চ দূর থেকেই
তোমাদের পাশে আছি।