জীবনটাই মস্ত খেলাঘর,
মায়ার পিছুটান সময়ের দ্রুততাকে
ছোঁয়ার নামে প্রতারণা করে।
শৈশবে কিছু অবোধ ঘুমন্ত সময় মাতৃক্রোড়ে,
স্মৃতিচিহ্ন-গুলি মনে পড়ে গেলে
ধমনীতে মেল ট্রেনের মতো রক্তস্রোত ছোটে।
সচেতনতার তীরে জাগ্রত হয়েও
অবচেতনের আবরণ রেশম পোকার গুটির মতো।
অবোধ বিস্মৃতির সময়টুকু কুয়াশাচ্ছন্ন, স্বর্ণযুগ হয়ে মায়ের দুই চোখে বেঁচে থাকে-
আমার অতি শৈশবটুকু।