আমি এক ছড়াকার
                ভাবি এই ধরা কার
যুগটা কি পদ্যের
                  নাকি ভাই গদ্যের
এই সব ভেবে তাই
            রোজ-রোজ ক্ষেপে যাই
তাল খুঁজি ছন্দের
                  সব কথা দ্বন্দ্বের
নিজে লিখে নিজে গাই
              বাকি সব লিখে ছাই
ভাবি আমি কম নই
               পড়েছি কি কম বই
বই আছে শিশুতোষ
               মনে-মনে যিশু-রোষ
ধরি কান কবিতার
              খুঁজি দোষ সবিতার
ছড়া লিখি ফাগুনের
              কাছে বসে আগুনের
রোজ তাই লিখে যাই
                টিপ দেয় চাঁদা ভাই
এক কথা বারবার
              চাই না তো ছাড়বার
আমি এক ছড়াকার
               ভাবি শুধু ধরা কার?
--------------------------------
রচনা: ০১/০৪/২০২০ ইং, চট্টগ্রাম।