যতো আছো জনগণ পাতা দেখ খবরের,
হিসাবটা নিয়ে নাও রোজ দেয়া কবরের।


যারা আজও রাস্তায়, অর্ধেক কবরে,
নিয়মিত দেখা যায় মিডিয়ার খবরে।


যদি চাও বাঁচবার খিল দাও দরজায়,
ওই দেখ রাতদিন কালো মেঘ গর্জায়।


চলো সবে ঘরে যাই, আর নয় রাস্তায়,
করোনার থাবা দেখো ফুটপাত, নাস্তায়।


সব যদি ঘরে যাই, মরে যাবে করোনা,
ছেলে-বুড়ো রাস্তায় ঘোরাঘুরি করো না।


ছোটাছুটি ছেড়ে দাও জীবনটা বাঁচাতে,
চলো সবে ঢুকে যাই কিছুদিন খাঁচাতে।


হাত-মুখ ধুয়ে নাও, সাবানটা যাক না,
খাবারের পাত্রের দিয়ে দাও ঢাকনা।


যেখানেই আছো তুমি সেখানেই থেকে যাও,
স্বজনের কথা ভেবে ভালোবাসা এঁকে যাও।


একদিন দেশ থেকে ছেড়ে যাবে করোনা,
ততোদিন প্রিয়জন মাখামাখি করো না।


ভয় নয়, ভয় নয়, হতে হবে সচেতন,
স্বাদ পাবো মৃত্যুর যদি হই অচেতন।
-------------------------------
রচনা: ১৭/৪/২০২০ ইং, চট্টগ্রাম।