জলরঙা সংসার
            সাজিব চৌধুরী
--------------------------------------
ঝরুক কয়েক ফোটা জল;
ওই কয়েক ফোটা জলেই আমি তৃষ্ণা মেটাবো।
বুকের চাপে আকাশখানি মিশবে মাটির সাথে,
উঠলে উঠুক ঝড়, চাই কয়েক ফোটা জল;
ওই কয়েক ফোটা জলের গাঙেই জীবন কাটাবো।
ওই জলের সাথেই জল মেশাবো,
হবে   জলরঙা সংসার;
ওই কয়েক ফোটা জলের স্রোতেই জীবন হারাবো।
----------------------------------------
রচনা: ১৩/০৩/২০২০ ইং, চট্টগ্রাম।