হে প্রাণীকুল, বলো, কে কোন শ্রেণির খাদক?
প্রাথমিক, গৌণ, মাংসাশী? নাকি বিয়োজক?
তোমরা কি উৎপাদক হতে পারতে না?
শক্তি নেই? সর্বশক্তিমান তো আছেন।
খাদ্যশৃঙ্খলজনিত এত পাপ তোমরা কোথায় লুকাবে?

হে হোমোস্যাপিয়েন্স, তুমি হয়তো বুদ্ধি করে বলবে,
"তোমরা কি বাস্তুসংস্থান বোঝ না?"

হ্যাঁ, বুঝি, বেশ বুঝি।

যদি এই পাপচক্র মাছ হয়, বাস্তুসংস্থান শাক।
তবে কাকে দিয়ে কাকে ঢাকবে, বলো?
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মতন্ত্র, আরও কত কী দিয়ে
ঢাকতে চেয়েছ তোমার প্রপঞ্চ!
কিন্তু, কখনও সত্যকে স্বীকার করনি।

হে হোমোস্যাপিয়েন্স,
তুমি শুধু আত্মসংস্থানের কথাই বোঝ।
সত্যকে ধারণ করেও তো হতে পারতে শ্রেষ্ঠতম জীব।
কোনটি মহৎ হতো, বলো!?
--------------------------------------------------------
রচনা: রচনা: ০৫/৭/২০২৫, চট্টগ্রাম।