করোনা বোঝে না ধর্ম-জাতি-কুল;
কে সত্য, কে মিথ্যা, কেবা ছিল ভুল।
মৃত্যুর চেয়ে নেই শাশ্বত কিছু;
তার কাছে নেই ব্যবধান- কে উঁচু, কে নিচু।
ঈশ্বর ও যিশু, গড-ভগবান সব মৃত্যুর সমার্থ নাম;
সবাই এসে মৃত্যুর কাছে করেছে সালাম।
ধর্ম এসেছে মৃত্যুকে দিতে তাজ;
তাই তো দেখেছি যুগে-যুগে কতো না এসেছে ধর্মরাজ।
কে এই ভূভাগে মৃত্যুকে করেছে জয়?
এতো ধর্ম, এতো ইতিহাস- হয়েছে মৃত্যুকে করে ভয়।
যেদিন এই ধরা মৃত্যুকে দেবে ছুটি,
ইতিহাস দেখে আগামী প্রজন্ম হেসে হবে কুটিকুটি।
নতুবা যেদিন জেনে যাবে মৃত্যুর নিগূঢ় বাণী,
বিভেদের রেখা মুছে যাবে, ভুলে যাবে হানাহানি।
--------------------------------------
রচনা: ১৮/০৩/২০২০ ইং, চট্টগ্রাম।