একবার তোমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে
খুঁজে পাই পৃথিবীর সব রঙ।
আমি চিত্রশিল্পীর আদলে হাতে তুলে নিই রঙতুলি।
তুলির আঁচড় ক্যানভাসে লাগতে না লাগতে
ঝরে যায় সব কালি।
এভাবে যতবার রঙতুলি হাতে
তোমাকে আঁকবো বলে সিদ্ধান্ত নিয়েছি,
ততোবার রঙের কৌটো শূন্য হয়েছে।
একবার রঙ ঝরে গেলে
লক্ষ লক্ষ নক্ষত্র নিভে যায় কৃষ্ণগহ্বরে।
আমার শিল্পিত মন ভুলের পাহাড়,
বারবার ভুল করে সুখ খোঁজে।
------------------------------------
রচনাঃ ১৩/০১/১৯ ইং, চট্টগ্রাম।