সুনন্দিতার রাজত্ব চাও।
স্বৈরশাসকের মতো একসাথে পেতে চাও
পাহাড়-নদী-উদ্যান যখন তোমার ইচ্ছে।


আমি পাহাড়ের কান্না শুনি;
ভাবি- নদী দূষণের কষ্ট, দেখি সুনন্দ উদ্যানে
পোকামাকড়ের আবাসন।


তুমি ফাগুনের আগুন গোপনে-গোপনে
একবার জ্বালাও, একবার নেভাও।
কেন তারে বেহুদা পোড়াও?


আমি বাতাসে-বাতাসে ঘুরে
আনমনে দেখি কষ্টের নীল আকাশ।
সুনন্দিতা, তুমি ফিরে এসো;
তুমি ফিরে এসো অপেক্ষার পড়ন্ত বিকেলে।
-------------------------------
রচনা:১৬/৪/২০২০ ইং, চট্টগ্রাম।