তুমি বললে, স্বাধীনতা বিপন্ন!
ওরা সমস্বরে বলল, স্বাধীনতা বিপন্ন!


আমি যে দেখেছি, বিপন্ন প্রকৃতি, বিপন্ন
পশুপাখি, আকাশ, পাহাড়, নদ-নদী, ঝরনা, অরণ্য, মাটি, জল, বায়ু....


আমি দেখেছি, বিপন্ন ধর্ম, দেবালয়,
বিপন্ন মানুষের ভগবান!


আমি যে দেখেছি, বিপন্ন ইতিহাস, মানবতা,
সংস্কৃতি, সংস্কার, বিপন্ন শৈশব, বার্ধক্য,  ভালোবাসা, স্মৃতি, সম্পর্ক....


উৎশৃঙ্খল স্বাধীন পতাকার নীচে
সমাধিস্থ পৃথিবীর স্বাধীনতা...