স্নেহাশিসদা , প্রায় তিনদিন পর জানতে পারলাম
তুমি নেই ... ইলেকট্রিক চুল্লিতে পুড়ে ছাই
তোমার হাসি , সঙ্কল্প আর আটচল্লিশ বছরের শীতল- যন্ত্রণা


কেউ বলল এই পৃথিবীতে তোমার কিছু দেওয়া - নেওয়া নেই
কেউ জানাল অর্থাভাব এর কারণ
কারোর নিবেদন শুধুই দীর্ঘশ্বাস ।


আমায় তুমি কতটা চেন , জান , তা কেউ জানে না
আমি তোমায় চিনতাম
ভালো মানুষ , বই প্রেমিক , অন্তর্মুখী


সবাই বলল তুমি আত্মহত্যা করেছ
ঠিক ভোলাদা , আব্দুল , বাবলু , সোনাবৌদির মতো
ওদের তথ্য ভুল , তোমরা আত্মহত্যা করো নি
এটা তো দেহহত্যা !
আত্মহত্যা আমাদের চারপাশে প্রতিমুহূর্তে হচ্ছে
চারিদিকে জীবন্ত মাংসপিণ্ডের কীরকম প্রাচুর্য !


তোমরা চৈতন্যহীন প্রাণী হতে চাও নি
তবে কেন মেনে নিলে পরাজয় ?
কেন পাখির মতো উড়ে এলে না আমাদের বাগানে ?
এখানে হাসি আছে , শ্রদ্ধা আছে , আর আছে
অফুরন্ত ভালোবাসা
তোমাদের মতো মুখোশহীন মানুষ
তবে ফাইটার । মানব মিত্র


( কাব্যগ্রন্থ - আহত আগুনের কবিতা )