মানুষটি তার যন্ত্রণার কথা লালবাবুকে বলাতে
তিনি ওর হাতে রিভলভার তুলে দিয়ে বললেন
খুন কর, নয় আত্মহত্যা!


মানুষটি তার যন্ত্রণার কথা সবুজবাবুকে বলাতে
তিনি ওর হাতে পেনকিলার তুলে দিয়ে বললেন
আন্দোলন কর, নয় অবরোধ!


মানুষটি তার যন্ত্রণার কথা পদ্মবাবুকে বলাতে
তিনি ওর হাতে বাবরি মসজিদের টুকরো তুলে দিয়ে বললেন
জয় শ্রীরাম, বল আমরা হিন্দু!


মানুষটি তার যন্ত্রণার কথা কালোবাবুকে বলাতে
তিনি ওর হাতে দেশি মদ তুলে দিয়ে বললেন
স্মাগলিং কর, নয় দেবদাস!


মানুষটি তার যন্ত্রণার কথা শুভ্রবাবুকে বলাতে
তিনি ওর বুকে হাত বুলিয়ে দিয়ে বললেন
গান করুন, নয় ঘুমান!


মানুষটি তার যন্ত্রণার কথা কবিবাবুকে বলাতে
তিনি ওর দিকে অবাক দৃষ্টিতে বললেন
কবিতা পড়ুন, নয় লিখুন!


মানুষটি তার যন্ত্রণার কথা ভগবানবাবুকে বলাতে
তিনি ওর দিকে পাথর হয়ে থাকলেন


তীব্র অশ্রুপাতে মানুষটির যন্ত্রণা কমতে থাকল...


(কাব্যগ্রন্থ : আহত আগুনের কবিতা)