যে যার পথে একা
বিবেকটাকে সহ্য করে যদি জাগাতে পারি
একই রকম বাউল বাতাস, প্রতিধ্বনি, ঈর্ষা
জাগাবো পুনর্বার আগুনের ফুল!


একটু বেশি রাতে কাল দিয়ে যাব
অহংকারটুকু ছাড়া যেখানে মরণ
ছেলেখেলা নয় ভালোবাসা
সব একাকার।


আন্তরিকতা আর ভুলে তুমি এলে
জড়িয়ে ধরেছি মমতায়
নির্বাণের মহোৎসব নয়, দেবত্ব আরোপিত হয়


রূপবান চাঁদ হে, আমি তবু বিদেশি
শোক হয়ে বেঁচে রবো, ফুল যেন ফুটেছে কোথায়!


কেটে গেল বেলা, তুমি চলে গেলে
কোথায় সে হৃদয়! যখন একতারা বাজে...